ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম

এবার ক্রিকেটে বিনিয়োগ করছে সৌদি, আয়োজন করবে ফ্র্যাঞ্চাইজি লিগ

এবার ক্রিকেটে বিনিয়োগ করছে সৌদি, আয়োজন করবে ফ্র্যাঞ্চাইজি লিগ

এবার ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টির সঙ্গে যুক্ত হচ্ছে সৌদি। সৌদির মাটিতে গড়াবে টুর্নামেন্টটির আসন্ন আসর। সৌদির ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ) ও তাদের বাণিজ্যিক শাখা ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানির (সিআইসি) সঙ্গে কাজ করবে আইএল টি-টোয়েন্টি। তাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের উন্নয়ন ও স্থানীয় প্রতিভা গড়ে তোলা। আগামী ২ ডিসেম্বর থেকে  চুক্তিটি কার্যকর হবে।

আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে লিখেছে, এসএসিএফ পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টিতেকে সৌদি আরবে আনুষ্ঠানিক টি-টুয়েন্টি লিগ হিসেবে অনুমোদন ও স্বীকৃতি দিয়েছে। এই মাইলফলক উপসাগরীয় অঞ্চলে ক্রিকেট বিস্তারে আইএলটি২০–এর প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তারা আরও লিখেছে, আরেকটি রোমাঞ্চকর দিক হলো, সৌদি আরবের খেলোয়াড়দের জন্য সরাসরি আইএল টি-টোয়েন্টিতে প্রবেশের পথ তৈরি হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, আসন্ন (১ অক্টোবর) নির্ধারিত আইএল টি-টোয়েন্টি মৌসুম–৪ এর প্লেয়ার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অন্তত একজন সৌদি খেলোয়াড় নেয়া বাধ্যতামূলক থাকবে। আগামী বছরগুলোতে আইএল টি-টোয়েন্টির ম্যাচ সৌদি আরবেও আয়োজন করা হবে।