ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

অঘোষিত সেমিফাইনালে ৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অঘোষিত সেমিফাইনালে ৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গী হওয়ার লড়াইয়ে থাকা দুই দল মাঠে নামছে দুবাইয়ে।  ঠিক সেমিফাইনাল নয়, তবে ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল হিসেবেই পরিণত হয়েছে। আজ হারলেই বিদায়। জিতলে ফাইনাল। এমন একটি মাস্টউইন ম্যাচে জিততে পারবে বাংলাদেশ? আজও নেই মূল অধিনায়ক লিটন দাস। ভারতের বিপক্ষে খেলা ১১ জনের তিনজন নেই আজ। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান। দলে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

 

 

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। বাধ্য হয়ে নেতৃত্বের দায়িত্ব রয়েছে জাকের আলী অনিকের ঘাড়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে টস করতে নেমে শুরুতেই জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন জাকের আলী অনিক। ব্যাট করার আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে।

 

শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সুপার ফোরের দুই ম‍্যাচে একই লক্ষ‍্য পেয়েছিল বাংলাদেশ। তবে ১৬৮ রান তাড়ায় ফল হয়েছে দুই রকম। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা দলটি হেরেছে ভারতের কাছে। তাতে ফাইনালে যেতে এবার জিততেই হবে পাকিস্তানের বিপক্ষে।  টুর্নামেন্টে ধারাবাহিক নয় পাকিস্তান। ভারতের বিপক্ষে এরই মধ‍্যে দুইবার হেরেছে তারা। শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও বাঁচিয়ে রেখেছে ফাইনালে খেলার আশা। এই দলটির বিপক্ষেই কিছু দিন আগে সিরিজ জেতা বাংলাদেশ মাঠে নামবে সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে।

 

বাংলাদেশ দল
সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান দল
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।