২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে হতে যাচ্ছে নতুন ইতিহাস। মেয়েদের বৈশ্বিক এই ইভেন্টে ম্যাচ কর্মকর্তাদের সবাই নারী। এর আগে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপে ঘটেছে বিষয়টি। ভারতের বেঙ্গালুরুতে ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ বিশ্বকাপের জন্য ১৪ জন নারী আম্পায়ার ও ৪ জন নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। আম্পায়ারদের ১৪ জনের তালিকায় আছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পয়ারের দায়িত্ব পালন করেছেন সাথিরা।
সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই সব ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন নারী আম্পায়াররা। তবে ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম। ১৪ জনের তালিকায় থাকা ক্লেয়ার পোলোসাক, জ্যাকুলিন উইলিয়ামস ও সু রেডফার্নের আছে দুটি নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা।
লরেন অ্যাগেনবাগ ও কিম কটনের এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ সালে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার রেকর্ড সপ্তম শিরোপা জয়ের বিশ্বকাপেও তাঁরা আম্পায়ারিং করেছেন। চারজন ম্যাচ রেফারির প্যানেলে আছেন ট্রুডি অ্যান্ডারসন, শ্যানড্রে ফ্রিটজ, জি এস লক্ষ্মী ও মিশেল পেরেইরা।
ওয়ানডে বিশ্বকাপে সব নারী আম্পায়ারের ম্যাচ পরিচালনাকে ঐতিহাসিক মনে করছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ‘এটি নারী ক্রিকেটের অগ্রযাত্রায় একটি যুগান্তকারী মুহূর্ত। আমরা আশা করি, খেলার সব ক্ষেত্রে আরও অনেক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি শুধু বড় একটি মাইলফলকই নয়; বরং ক্রিকেটে লিঙ্গসমতা বাড়ানোর ক্ষেত্রে আইসিসির প্রতিশ্রুতির একটি শক্তিশালী প্রতিফলন।’
এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জেসি যে আম্পায়ারিং করবেন, সেটা আগস্টে নিশ্চিত করেছিলেন তিনি। এর আগে গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন। ঘরের মাঠে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা। একই বছরের ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। এই টুর্নামেন্ট হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। মালয়েশিয়াতে ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন তিনি।