ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

মোহাম্মদ শামি

‘জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা’

‘জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা’

আমার জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কাউকে দোষারোপ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ। সম্প্রতি ভারতীয় টিভি অনুষ্ঠানে ‘আপ কি আদালত’-এ এভাবেই নিজের আক্ষেপের কথা শোনান ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি।

ভারতীয় তারকা এ পেসার মাঠে যেমন আলোচনায় থাকেন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, তেমনি বিতর্কিত হয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। তখন থেকেই এই বিয়ে নিয়ে একের পর এক বিপত্তির মুখে পড়েছেন। ২০১৮ সালে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটলেও এখনো সেই মামলা লড়তে হচ্ছে তাকে। আর সামাজি মাধ্যমে সাবেক স্ত্রী হাসিনের নিত্য খোঁচাখুঁচি তো রয়েছেই। এসব বিষয় নিয়ে নেটিজেনদের কাছ থেকে অনেক কটুক্তি শুনতে হয়েছে শামিকে। জীবনের কঠিন এই মূহুর্তে সবসময় পাশে পেয়েছেন দলের সতীর্থদের।

শামি বলেন, জীবন আমাদের অনেক কিছু শেখায়। স্বীকার করতে কোন অসুবিধা নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমার ভাগ্যই খারাপ। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে হয়েছে। একদিকে বাড়ির পরিস্থিতি সামলানো, অন্যদিকে দেশের হয়ে পারফর্ম করা। এমন পরিস্থিতি প্রচন্ড মানসিক চাপ তৈরি করে।

উল্লেখ্য, ভারতের জার্সিতে শামির আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৩ সালে। সেবছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও বছরের শেষ দিকে নভেম্বরে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন তিনি। পরের বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে জাতীয় দলকে শামি প্রতিনিধিত্ব করেছেন আড়াইশোর বেশি ম্যাচে।