আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন এ সিরিজের জন্যই আজ দল ঘোষণা করেছে বিসিবি। এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। ম্যাচগুলো হবে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর। চোটের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। আফগানিস্তান সিরিজেও খেলছেন না তিনি। তার বদলে দলকে নেতৃত্ব দিবেন জাকের আলী অনিক।
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রাফিউল্লাহ তারাখিল, ডারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শারফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ। রিজার্ভ- রহমত শাহ ও এএম গজনফার।