ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর অন্ধকার অপেক্ষা করছে: মঞ্জু

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর অন্ধকার অপেক্ষা করছে: মঞ্জু

ছবি : সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি জামায়াত এবং বিএনপির মাঝে একটি অসহিষ্ণুতা রয়েছে। এটি যদি দ্বন্দ্ব বা সংঘাতে রূপ নেয় তাহলে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ও জাতির জন্য গভীর অন্ধকার অপেক্ষা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনও করতে হবে এবং তার আগে জুলাই সনদের ব্যাপারে আমরা যে যে বিষয়গুলো বলেছি তা সাংবিধানিকভাবে আইনের মধ্যে এনে বাস্তবায়ন করতে হবে। ইতোমধ্যে অনেক কিছু গোছানো হয়ে গেছে। এখন এটি নিয়ে আর বিভেদ বা বিতর্ক তৈরির সুযোগ নেই।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী জেলার আহবায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী প্রমুখ।

মঞ্জু বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটি নিয়ে শঙ্কিত না। বরং ফেব্রুয়ারিতে যে নির্বাচনে হবে তা সুষ্ঠু হবে কিনা, কেন্দ্রে ভোটাররা যেতে পারবে কিনা, ভোটগুলো সঠিকভাবে গণনা হবে কিনা এবং জনগণের রায়ে সঠিক লোকটি নির্বাচিত হওয়ার প্রক্রিয়া প্রতিফলিত হবে কিনা-সেটি নিয়ে চিন্তিত। কারণ সম্প্রতি বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে পরাজয় মেনে না নেওয়ার একটি মনোভাব ও সহিষ্ণুতার অভাব আমরা দেখেছি। জাতীয় নির্বাচনেও যদি এ ধরনের অনুশীলন থাকে তাহলে প্রশ্নমুক্ত নির্বাচন আমরা করতে পারব না।

আওয়ামী লীগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে মঞ্জু বলেন, বিচার ও নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার জন্য আওয়ামী লীগ নানাভাবে যে হুমকি দিচ্ছে তা নিয়ে আমরা চিন্তিত। এসব বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও দৃঢ় অবস্থানও দেখতে পাচ্ছি না। এনসিপি নেতারা বিচ্ছিন্নভাবে কে কি বলেছেন এটিকে এতো গুরুত্ব দেওয়ার দরকার নেই। দলীয়ভাবে আমরা তাদের সঙ্গে বসেছি। আমরা একটি সমাধানের পথে যাচ্ছি। আশা করছি সঠিক সময়ে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করা সম্ভব নয়। এবি পার্টি অধিকারভিত্তিক রাজনীতির মাধ্যমে সকল বিভেদ ও প্রতিহিংসার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে কাজ করছে।