ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম

আইজিপি

নির্বাচনী দায়িত্ব দেওয়ার আগে প্রত্যেক পুলিশের বিষয়ে খবর নেওয়া হবে

নির্বাচনী দায়িত্ব দেওয়ার আগে প্রত্যেক পুলিশের বিষয়ে খবর নেওয়া হবে

আইজিপি বাহারুল আলম বলেছেন, নির্বাচনী দায়িত্ব দেওয়ার আগে প্রত্যেক পুলিশ সদস্যের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। যদি কাউকে মনে হয় তাকে দায়িত্ব দেওয়া ঠিক হবে না, তাহলে এমন কাউকে নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমরা সক্ষম; আপনারা যত যা-ই বলেন। আমরা দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি। আগে কখনো একই সঙ্গে এত বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। সেখান থেকে এক বছরে বর্তমান অবস্থায় নিয়ে আসা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে। আমাদের বিশ্বাস পারবো। আমি কোনো শক্তির কথা নির্দিষ্ট করে বলতে পারবো না। যারা পরাজিত ফ্যাসিস্ট তারাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সাপোর্টাররাও আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।

নির্বাচনে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের বিষয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ বলেন, আগামী নির্বাচনে দেড় লাখ মোতায়েন হবে। গত নির্বাচনে ছিল এক লাখ ৪৩ হাজার। নির্বাচনের ভোট কেন্দ্রের সংখ্যা ৩-৪ শ বেড়েছে। আমরা গত জুন মাস থেকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা এই তিন বিষয় সামনে রেখে অত্যন্ত সুশৃঙ্খল ব্যবস্থায় একটি মডিউল তৈরি করে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে চলতি মাসের ৭ তারিখ থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিন ধাপে ২২০০ পুলিশ কর্মকর্তাকে প্রস্তুত করা হয়েছে। তারা সারাদেশে আগামী ৫ অক্টোবর থেকে দেশের ১৩০টি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে। আগামী ১৫ জানুয়ারি দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দিতে সক্ষম হবো। এই প্রশিক্ষণে অডিও, ভিডিওসহ অত্যাধুনিকভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনে অস্ত্রের নীতিমালা মেনে অস্ত্র ব্যবহার হব