ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ | ১৯ জিলহজ ১৪৪৬

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিক্ষোভ

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিক্ষোভ

গ্লোবাল টিভি ছবি

মো: লুৎফর রহমান, হিলি (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখলমুক্ত করে সেনাক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।

বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ ঘোড়াঘাট উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম কাছে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুর রহমান, আজগর আলী, আব্দুর রশিদ, হায়দার আলীসহ অনেকে।

বক্তারা বলেন, ১৯৫০ সালে ১৪ পতাধিক ডিভিশন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষে ১৩৭৫ একর জমি অধিগ্রহন করে। যার কিছু অংশ ১৪ টি মৌজায় ২৬৪ জন অসবরপ্রাপ্ত সেনা সদস্যদের মাঝে বরাদ্দ করা হয়। সেখানে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সম্প্রতি বাকী জমিতে সেনাক্যাম্প স্থাপনে উদ্যোগে নেয়া হয়। কিন্তু অবৈধ দখলদাররা তার বিরোধীতা করছে।