ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | ২৫ আশ্বিন ১৪৩২ | ১৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম

স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কেউ কিছু আটকাতে পারবে না

জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কেউ কিছু আটকাতে পারবে না

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কেউ কিছু আটকাতে পারবে না। জনগণ হচ্ছে বড় ফ্যাক্টর। আমাদের দেশে জনগণ কিন্তু নির্বাচনের ব্যাপারে অনেক বেশি সচেতন। সবাই যখন নির্বাচন মুডে আসবে তখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে যাবে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ডিএমপি হেডকোয়াটার্সে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন গাড়ি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে নতুন ২০টি গাড়ির চাবি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর হাতে তুলে দেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সবাই যখন নির্বাচন মুডে আসবে তখন এ ধরনের অপরাধ কমে যাবে। তবে তখন রাজনৈতিক কার্যক্রম বাড়বে। তখন বিভিন্ন রাজনৈতিক দল তখন রাজনৈতিক অনুষ্ঠান করবে। নির্বাচনের জন্য তো কয়েকটা প্রতিষ্ঠানের বেশি কাজ। এরমধ্যে সবচেয়ে বেশি হলো নির্বাচন কমিশন। এরপর প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। সবাই যদি সহযোগিতা করে তাহলে নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হবে। এখনই কিন্তু চায়ের স্টলে নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আপনারাও প্রচার করবেন, যতই দিন ঘনিয়ে আসবে আলোচনা আরও বেশি হবে। নির্বাচনটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য আমাদের সবার চেষ্টা থাকবে।

পুলিশের গাড়ি ও আবাসন সংকট জানিয়ে তিনি বলেন, আমাদের যে পরিমাণ গাড়ির প্রয়োজন সেই পরিমাণ গাড়ি নেই। তারপরও আমরা প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টার আন্তরিক চেষ্টার কারণে সরকারিভাবে এ গাড়িগুলো কেনা সম্ভব হয়েছে।পুলিশের গাড়ি খুবই প্রয়োজন। যানবাহনের খুবই সংকট। পুলিশের শুধু যানবাহন সংকট নয়, পুলিশের কিন্তু থাকার জায়গারও সমস্যা। ডিএমপির ৫০ থানার মধ্যে কিন্তু ২৫টা থানা ভাড়ায় চলছে। এর মধ্যে ৫টা থানার ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। দুইটা থানা হয়তো আমরা তাড়াতাড়ি করতে পারবো। তারপর হয়তো পর্যায়ক্রমে পরবর্তী থানাগুলো করা হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। এটা যেভাবে প্রচার হয়েছে এভাবে যদি সব ঘটনা প্রচার হয় তবে আমাদের জন্য ভালো হয়। জনগণ যখন দেখবে কাজগুলো ভালো হচ্ছে না তখন তারাই এসব ঘটনা প্রতিহত করতে যথেষ্ট। পুলিশের ওপর জনগণের হামলার সংখ্যা আগের থেকে অনেকটা কমে এসেছে। কিন্তু সম্প্রতি নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। আপনারা যেভাবে প্রচার করছেন এভাবে যদি প্রচার করেন তবে আমাদের জন্য ভালো হয়। জনগণ যখন দেখবে কাজগুলো ভালো হচ্ছে না তখন তারাই এসব ঘটনা প্রতিহত করতে যথেষ্ট।