ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

আমাদের কারও সাথে জোট বা আসন সমঝোতা হয়নি: নুর

আমাদের কারও সাথে জোট বা আসন সমঝোতা হয়নি: নুর

গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নুরুল হক নুর লেখেন, আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সাথে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারও সাথে জোট বা আসন সমঝোতা হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়া নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই পর্যায়ক্রমে বাকী আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে। দলের দায়িত্ব প্রাপ্তদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমান নির্ভর সংবাদ প্রচার বা প্রকাশ না করারও আহ্বান জানান তিনি।

শেষে দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে তিনি বলেন, কোনো তথ্যের প্রয়োজনে যেন এই দুই জনের সঙ্গে যোগাযোগ করেন।