আগামী ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার। অন্যদিকে, কানাডিয়ান লিগে ম্যাচ শেষ করে আগামীকাল (মঙ্গলবার) রাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের।
হামজাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকালেই কোচ হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে নামবেন তিনি।
হংকং ম্যাচের আগে হামজা তিনটি এবং শমিত একটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পাবেন। জাতীয় দলের কোচ কাবরেরা জানিয়েছেন, ‘হামজা আসায় আমরা তিনটি অনুশীলন সেশন একসাথে করতে পারব, যা দলের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না দল। হোম ম্যাচের পর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে অংশ নিতে রওনা দেবে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় অবস্থানে রয়েছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হংকং দ্বিতীয় এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে সিঙ্গাপুর শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের সমান ১ পয়েন্ট পেলেও গোল করতে না পারায় ভারত রয়েছে তালিকার চতুর্থ স্থানে।
মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে প্রথমবার খেলতে দেশে আসেন। তখন সিলেট বিমানবন্দরে উপচে পড়া ভীড় ছিল। তার বাড়ি হবিগঞ্জও ছিল লোকে লোকারণ্য। জুন উইন্ডোতে হোম ম্যাচের সময় তার আগমন নিয়ে ছিল অনেক উন্মাদনা। মার্চ ও জুনে স্টেডিয়ামে বসে হামজার খেলা দেখেছেন বাবা-মা। এবার অবশ্য হামজা একাই এসেছেন। ৯ অক্টোবর ঢাকায় খেলে পরের দিনই আবার হংকং যাবেন। ১৪ অক্টোবর হংকং খেলে সেখান থেকেই ইংল্যান্ড রওনা হওয়ার সূচি। বাংলাদেশের জার্সিতে হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা। ৯ অক্টোবর বাংলাদেশ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হবে।