ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

টস জিতে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের মিশনে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ। একাদশে এসেছে দুই পরিবর্তন। ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে খুশি আফগানরা।

আফগানদের হারানো প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ। তাদের বদলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরিফুল ইসলামকে। শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে  শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

হেরে যাওয়া প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ওয়াফিউল্লাহ তারাখিলের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচ খেলে ১৪৫.৯৫ স্ট্রাইক রেটে ৭৯৪ রান করেছেন এই ব্যাটসম্যান, ফিফটি পাঁচটি। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অভিষেক হওয়া আবদুল্লাহ আহমাদজাইকে ফেরানো হয়েছে একাদশে। দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। আর অভিজ্ঞ স্পিনার মুজিব উর রাহমানকেও ফিরিয়েছে আফগানিস্তান। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মোহাম্মদ ইসহাক, শারাফউদ্দিন আশরাফ, ফারিদ আহমাদ।

  • বাংলাদেশ একাদশ

জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

  • আফগানিস্তান একাদশ

রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, আবদুল্লাহ আহমাদজাই, নুর আহমাদ, রাশিদ খান (অধিনায়ক), মুজিব উর রাহমান।