ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

পটুয়াখালীতে আগুনে পুড়লো ২৩ বসতঘর

 পটুয়াখালীতে আগুনে পুড়লো ২৩ বসতঘর

গ্লোবাল টিভি ছবি

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী: ভায়াবহ অগ্নিকান্ডে পটুয়াখালী শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিমে টিনশেডের  ২৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড় টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান,মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজনসহ ২৩ বসতঘর ও চায়ের দোকান ভস্মিভূত হয়েছে।

পটুয়াখালী সদর ফয়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আধাঘন্টা  চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ ও  সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।