ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর অন্যতম পরিচালক ‘প্রকৃতিবন্ধু’ মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ। ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে ছাত্রাবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর ঢাকার নটর ডেম কলেজের পাঠ চুকিয়ে ১৯৭৮ সালে পড়াশোনার জন্য বিদেশ যান। ১৯৮৪ সালে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পড়াশোনা শেষে দেশে ফেরেন। শুরু করেন ব্যবসা। ইমপ্রেস গ্রুপের তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। ব্যবসায়িক পরিচয় ছাপিয়ে তিনি ‘প্রকৃতিবন্ধু’ নামেই সমধিক পরিচিত।

নতুন প্রজন্মের কাছে তিনি দূষণমুক্ত সুস্থ-সুন্দর প্রাণ-প্রাচুর্যে ভরা বাংলাদেশ উপহার দেয়ার প্রত্যয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১০ সালে পরিবেশ, জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা ও অভিযোজন সম্পর্কিত গণসচেতনতা সৃষ্টিতে চ্যানেল আইতে ধারাবাহিক তথ্যচিত্র অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’ শুরু করেন। ইতোমধ্যেই দর্শকনন্দিত অনুষ্ঠানটির প্রায় সাড়ে তিনশো পর্ব প্রচারিত হয়েছে।

মুকিত মজুমদার বাবু প্রকৃতি সংরক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ, বন্যপ্রাণী অবমুক্তকরণ, দেশব্যাপী প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে দেশি প্রজাতির বৃক্ষরোপণ ও বিতরণ, লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রকৃতিবিষয়ক তথ্যকেন্দ্র স্থাপন, পাখিশুমারি ও পরিযায়ী পাখি সংরক্ষণ, মহাবিপন্ন বড় কাইট্টা কাছিম প্রজনন ও সংরক্ষণ, শকুন সংরক্ষণ, বন বিভাগের সঙ্গে সুফলের কার্যক্রমে সহযোগিতা,  জাতীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানায় গাছের পরিচিতি ফলক সংযুক্তিকরণ, পরিবেশ সচেতনতামূলক স্কুল প্রোগ্রাম ইত্যাদি। প্রকৃতিবান্ধব কাজের পাশাপাশি মুকিত মজুমদার বাবু প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবাকেন্দ্রের মাধ্যমে দেশব্যাপী মানবিক সহযোগিতার কাজ করে যাচ্ছেন।

তৃণমূলে সচেতনতা সৃষ্টি করতে মুকিত মজুমদার বাবু নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তার প্রকৃতিবিষয়ক বই। ‘আমার অনেক ঋণ আছে’, ‘আমার দেশ আমার প্রকৃতি’, ‘আমার রূপসী বাংলা’ ‘সবুজ আমার ভালোবাসা’ ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ।

পরিবেশবিষয়ক বহুমাত্রিক কাজের জন্য মুকিত মজুমদার বাবু ও তার প্রতিষ্ঠান জাতীয় পরিবেশ পদক-২০১২, বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩, জাতীয় পরিবেশ পদক-২০১৫, এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট এ্যাওয়ার্ড-২০১২, ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫, ফোবানা এ্যাওয়ার্ড ইউএসএ-২০১৬, বিজনেস এক্সিলেন্সি এ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪, পল্লীমা গ্রিন স্বর্ণপদক-২০১৭, এ ফ্রেন্ড অব নেচার-২০২১ সহ বিভিন্ন পদক ও সম্মাননা অর্জন করেছেন।