সংগৃহীত ছবি
মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা পরিষ্কার-পরচ্ছিন্নতার উপর জোর দিয়েছেন। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতের জুরুরি কিছু সমস্যার দ্রুত সমাধানের জন্য তিনি গিয়েছিলেন সচিবালয়ে। এ সময় তার দৃষ্টিগোচর হয় মহাসড়কের ডিভাইডারে বিদ্যমান অপরিচ্ছন্নতা।
জেলা প্রশাসক জানান,পূর্বে এই ডিভাইডার অংশে ফুলের গাছ রোপণ এবং ল্যাম্পপোস্ট স্থাপন করা হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এলাকাটি আগাছা ও জঙ্গলে পরিণত হয়েছিল। এছাড়াও কিছু অসচেতন ব্যক্তি ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ আরও নোংরা হয়ে পড়ে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই সড়কে চলাচল করেন। এই দৃশ্য খুবই দৃষ্টিকটূ মনে হবে সবারই। গাড়িতে বসেই তিনি ফোনেই গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ মহাসড়কের ডিভাইডার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও স্ট্রীট লাইট স্থাপনের নির্দেশ দেন।
তার নির্দেশনা পেয়েই জেলার প্রধান সড়ক চাষাড়া থেকে সাইনবোর্ড লিংক রোড পর্যন্ত ডিভাইডার পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।
জেলার চাঁনমারি মাইক্রোস্ট্যান্ড থেকে সাইনবোর্ড পর্যন্ত ডিভাইডারের ঝোপঝাড়, আগাছা ও আবর্জনা অপসারণ শুরু করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক জানিয়েছেন, এখন থেকে ডিভাইডারের ঘাস নিয়মিত পরিষ্কার রাখা হবে। পাশাপাশি, ডিভাইডারের নান্দনিকতা বাড়াতে ভবিষ্যতে নতুন গাছ লাগানোর পরিকল্পনাও সেয়অ হচ্ছে।
তিনি আরো জানান,পথচারীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ফুটওভার ব্রিজের আশেপাশে আরো স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
এই উদ্যোগের ফলে রাস্তাটি হয়ে উঠবে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন। গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে এবং নগরবাসী একটি আধুনিক, বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগর পরিবেশ পাবে।