ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

ড. ইফতেখারুজ্জামান

কর্তৃত্ববাদী শাসনামলে গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল করা হয়েছে

কর্তৃত্ববাদী শাসনামলে গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল করা হয়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসনামলে গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল করা হয়েছে। সে সময় বিচারহীনতার সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, যার কেন্দ্রে ছিল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। সেই চর্চা পুরোপুরি শেষ হয়নি। তাই এখনো সমাজব্যাপী দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করা প্রয়োজন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্র মাঠে প্রথম আলো বন্ধুসভার ‘জাতীয় বন্ধু সমাবেশ ২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ সমাবেশ গতকাল বৃহস্পতিবার শুরু হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সেই সুন্দর বাংলাদেশ করার অন্যতম পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা আশা করব, সবাই মিলে আমরা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করব। সুন্দর বলতে শুধু ব্যক্তিগত চোখে সুন্দর দেখা নয়; দেশের সব মানুষের চোখে সুন্দর দেখাতে হবে। সেই সৌন্দর্যের ভিত্তি হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। ধর্ম, মতাদর্শ, জাতিসত্তা—সব ধরনের বৈচিত্র্যের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের মূল দায়িত্ব।

দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত দায়িত্বের কথা তুলে ধরে ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের প্রত্যেকের হাতেই কিছু না কিছু ক্ষমতা আছে। সেই ক্ষমতা ব্যক্তিস্বার্থে নয়, সামষ্টিক কল্যাণে ব্যবহার করতে হবে। নিজে দুর্নীতিমুক্ত না হলে অন্যকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে বলা যাবে না।