ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারীর মৃত্যু

মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারীর মৃত্যু

রাজধানীর মগবাজার মোড়ে ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে এক পথচারী পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচ দিয়ে চলাচল করা এক অজ্ঞাত যুবকের মাথায় পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মূলত এই এলাকাটি মিডিয়াকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।