গ্লোবাল টিভি ছবি
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসন সবুজ উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সপ্তাহব্যাপী ৪ উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী নেয়া হয়েছে।
শুক্রবার প্রতীকী ম্যারাথন শেষে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এ কর্মসূচীর উদ্বোধন করেন। যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
এ বিষয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় আমরা ১ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচী হাতে নিয়েছি।