ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | ২৫ আশ্বিন ১৪৩২ | ১৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম

আবরার ফাহাদ বাংলাদেশের সকল শক্তির ঐক্যের প্রতীক: আখতার

আবরার ফাহাদ বাংলাদেশের সকল শক্তির ঐক্যের প্রতীক: আখতার

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন | ছবি : সংগৃহীত

ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত শহীদ আবরার ফাহাদকে বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পরে ফ্যাসিবাদবিরোধী সকল দল আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আবরার ফাহাদ সার্বভৌমত্বের প্রশ্নে জীবন দিয়েছিলেন। আবরার ফাহাদ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নয়, এটা ফ্যাসিবাদবিরোধী শক্তির একত্রিত হওয়ার মূল মন্ত্র।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন ও শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রেস সচিব শফিকুল আলম, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।

আখতার হোসেন বলেন, আমরা জুলাই মাসে যেমন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলমতের ঊর্ধ্বে উঠে চব্বিশের অভ্যুত্থানে একত্র হয়েছিলাম, ঠিক তেমনি ঘটনা ঘটেছিল আবরার ফাহাদের হত্যার পর। ফ্যাসিবাদী আমলে প্রথমবার আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখেছিলাম এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, আবরার ফাহাদ হত্যার পর ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, বামপন্থী সংগঠনসহ বাংলাদেশের সব ছাত্রসংগঠন ও সাধারণ মানুষ সংগঠিত হয়েছিল। ন্যায়বিচারের দাবিতে হাজার হাজার ছাত্রজনতা কোনো সাংগঠনিক কাঠামো ছাড়াই রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছিল। আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো সার্বভৌমত্বের সংকট। প্রতিবেশী দেশের আগ্রাসনের মুখে তিনি ছিলেন প্রতিরোধের প্রথম কণ্ঠ। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে আবরার ফাহাদ যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবেন।