ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

জিনস পরারও বয়সসীমা আছে!

জিনস পরারও বয়সসীমা আছে!

সংগৃহীত ছবি

জিনসের প্যান্ট ছোট বড় সবারই প্রিয়। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে আর জিনস পরা উচিত নয়। অবাক হলেও এমনটাই জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়।

যুক্তরাজ্যের ডেলিভারি সার্ভিস কালেক্ট প্লাসের একটি নতুন গবেষণায় জানা গেছে যে, ৫৩ বছর বয়সের পরে আর জিনস পরা উচিত নয়। ২০০০ জনের উপর করা এই জরিপে অংশগ্রহণকারীরা তাদের কেনাকাটার অভ্যাস এবং পোশাকের ধরনের বিষয়ে জানিয়েছেন। সেখানে দেখা গেছে, ৫৩ বছর বয়সের পরে সঠিক মাপের আরামদায়ক জিনস খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়।

পঞ্চাশোর্ধ প্রতি দশজনের একজন জানিয়েছেন, মানানসই জিনস খুঁজে পেতে কমপক্ষে ছয় ধরনের প্যান্ট পরে দেখতে হয়েছে। ৫৩ বছর বয়সের পরে জিনস কিনতে গেলে স্ট্রেস লেভেল বেড়ে যায় অনেকের। ৬% ক্রেতার মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে তারা কেঁদে ফেলেন। তাই গবেষকরা মনে করেন, মানসিক চাপ এড়ানোর জন্যও ৫৩ বছর বয়সের পরে জিনস পরা বন্ধ করা উচিত।

সূত্র : রিডার্স ডাইজেস্ট

 

এএইচ/এসএনএ