ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

বাগেরহাটে পর্যটন কর্পোরেশনের অত্যাধুনিক মোটেল উদ্বোধন

 বাগেরহাটে পর্যটন কর্পোরেশনের অত্যাধুনিক মোটেল উদ্বোধন

গ্লোবাল টিভি ছবি

সোহেল রানা বাবু, বাগেরহাট : বাগেরহাটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অত্যাধুনিক মানের মোটেলের উদ্বোধন করা হয়েছে।
‎ শুক্রবার বিকেলে বাগেরহাট পর্যটন কর্পোরেশনের মোটেলের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোটেলটির উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।   

‎এসময় তিনি বলেন, বাগেরহাটের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এই মোটেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি এ অঞ্চলের পর্যটন শিল্পকে গতিশীল করবে।"

‎উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের  জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বক্তব্য দেন। পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। এছাড়াও সচিব ড. ফরিদুল ইসলাম, মো মশিউর রহমান, অতিরিক্ত সচিব ফাতেমা রহিম বীনা, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বিএনপি নেতা এম এ সালাম, জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাদ্দাম হোসেনসহ অন্যারা এসময়ে বক্তব্য রাখেন।

‎বাগেরহাটে খানজাহান মাজার সংলগ্ন এলাকায় ৩২ শতাংশ জমির উপর ১৩ কোটি টাকা ব্যয়ে ‘পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন’ নামেরএই মোটেলটিতে বিভিন্ন ক্যাটাগরির এসি, নন এসি আবাসিক কক্ষ, শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ডরমেটরি, রেস্তোরা, বার-বি-কিউ, কনফারেন্স কক্ষ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।।