ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

কালকিনিতে বৈশাখী ঘুড়ি উৎসব

কালকিনিতে বৈশাখী ঘুড়ি উৎসব

গ্লোবাল টিভি ছবি

তারিকুল ইসলাম সুজন, কালকিনি-ডাসার, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার এ ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সেই লক্ষ্যে এ ঘুড়ি উড়ানো উৎসব আয়োজন করা হয়েছে।

সোমবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকালে উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ লাইব্রেরীয়ান মসিউর রহমান রুলিনের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহি অফিসার উত্তম কুমার দাশ। 

তিনি বলেন, বাঙালীর ইতিহাসও প্রাচীন ঐতিহ্যর অন্যতম অনুষঙ্গ হচ্ছে ঘুড়ি উৎসব । বর্তমান প্রজন্ম বিভিন্ন ধরনের মিডিয়ায় আসক্ত, তাই তাদের এ প্রাচীন ঐতিহ্যর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমাদের এই আয়োজন।