ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ৪ শা‘বান ১৪৪৭

শিরোনাম

কোনো প্রার্থী নিরাশ হয়ে নির্বাচনে দাঁড়ায় না: মির্জা আব্বাস

কোনো প্রার্থী নিরাশ হয়ে নির্বাচনে দাঁড়ায় না: মির্জা আব্বাস

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি রাজনৈতিক দল সহনশীল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, ততবারই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করেছি। শুধু আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন করতে পারিনি। কোনো প্রার্থী নিরাশ হয়ে নির্বাচনে দাঁড়ায় না। আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণার অংশ হিসেবে  মালিবাগের শান্তিবাগ এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে  ছিলেন।  এর আগে সকালে নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আব্বাস।

মির্জা আব্বাস বলেন, সরকারের একটি অংশ নির্বাচনে বিশেষ কিছু দলের প্রার্থীদের জয়ী করতে নানা ধরনের চেষ্টা চালাতে পারে। কাউকে দোষ দিতে না চাইলেও বাস্তবতা হলো সরকারের একটি অংশ বিশেষ প্রার্থীকে জেতাতে চেষ্টা চালাতে পারে। এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার না–ও পারে। তবে দলের কর্মীদের মনোবল এতটাই শক্ত যে সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

সরকারি প্রভাব বা সম্ভাব্য ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর বিষয়ে মির্জা আব্বাস বলেন, কেউ হয়তো ভাবতে পারেন যে তিনি ভয় পাচ্ছেন, তবে সত্যি বলতে চান্স অব ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে। একজন রাষ্ট্রের প্রধান যখন আগেভাগে বলেন কে জিতবে, তার মানে চেষ্টা-তদবির থাকার সম্ভাবনা থেকেই যায়। আমার হাতে অনেক তথ্য আছে,যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে,কিন্তু আমি এখনই সেগুলো বলছি না।’

ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন আগেভাগে বলেন কে জিতবে, তখন তার মানে থাকে যে চেষ্টা-তদবির থাকার সম্ভাবনা আছে। তাঁর কাছে এমন অনেক তথ্য আছে, যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে যে সরকারের একটি বড় অংশ বিশেষ কিছু প্রার্থীকে জেতাতে কাজ করছে, তবে তিনি এই মুহূর্তে সেগুলো প্রকাশ করছেন না। অনেকেই শিষ্টাচারবহির্ভূত কথা বলছেন। কিন্তু আমার বয়স, অবস্থান থেকে তাঁদের জবাব দেওয়ার প্রয়োজন দেখি না। ওদের যা খুশি বলতে দিন। এতে আমার ক্ষতি নেই, বরং লাভই হবে। আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। কেউ দুষ্টুমি করলে সেটা আমি ছোট ছেলের দুষ্টুমি হিসেবেই দেখি।