ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ৪ শা‘বান ১৪৪৭

শিরোনাম

ওসমান হাদির স্ত্রী রাবেয়া

মাননীয় প্রধান উপদেষ্টা, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?

মাননীয় প্রধান উপদেষ্টা, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

রাবেয়া ইসলাম শম্পা লিখেছেন, ‌‘মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়? আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের দায়িত্ব নেওয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার করবেন না, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার!’

তিনি লিখেছেন, ‘আপনারা বিজি নির্বাচন নিয়ে। কিন্তু যে দেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনে-দুপুরে সবার সামনে দিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং সব থেকে বড় দুর্ভাগ্য তার খুনীদের কোনো সুরাহা, বিচার হয় না; সে দেশের মানুষ কীসের ভিত্তিতে ভোট দিতে যাবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য। কিন্তু আপনারা যা করছেন, তাতে জনগণ আপনাদের বিশ্বাস করতে পারছে না।’

ওসমান হাদির স্ত্রী লিখেছেন, ‘সব শেষ কথা, ফিরনাস আর ওর মা কোনো রকমের প্রলোভনে পড়বে না, তা যা-ই হোক। তারা ওসমান হাদির লড়াই দেখেছে, যে নিজে কোনো কিছুতেই আপস করেনি, আর না আমরা করবো। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে, এই দেশের মাটিতে বসেই।সুষ্ঠু বিচার একমাত্র দাবি। ইনকিলাব জিন্দাবাদ। #JusticeForHadi।’