ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

সাংবাদিক মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে ডিআরইউ ও সিবিসাসের শোক

সাংবাদিক মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে ডিআরইউ ও সিবিসাসের শোক

সিলেট বিভাগ সাংবাদিক সমিতি-সিবিসাসের নির্বাহী সদস্য, দৈনিক মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান-এর  মমতাময়ী মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিছুদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল (৯ ডিসেম্বর) দুপুরে মৌলভিবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণমহলাল গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন সিবিসাসের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রহিম শেখসহ নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। শোকসপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আমীন।

এদিকে মিজানুর রহমানের মাতার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।