ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

মাইলস্টোন ট্র্যাজেডি: সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

 মাইলস্টোন ট্র্যাজেডি: সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, এই ভয়াবহ দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। কোমলমতি শিক্ষার্থীদের নির্মমভাবে প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।

তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় তদন্ত এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।