ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

আলোচিত কন্টেন্ট ক্যাটাগরিতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমরান হক

আলোচিত কন্টেন্ট ক্যাটাগরিতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমরান হক

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনী কনটেন্ট নির্মাণে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর পুরস্কার পেয়েছেন গ্লোবাল টেলিভিশিন বাংলাদেশের হেড অব ডিজিটাল ইমরান হক।  আলোচিত কন্টেন্ট ক্যাটাগরিতে  এ পুরস্কার লাভ করেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের লেকশো হাইটস হোটেলে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত এই দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন, মাল্টিমডিয়া সাংবাদিক, নির্মাতা ও ডিজিটাল উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ডিজিটাল মিডিয়া ফোরাম বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও উদ্ভাবন বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। গেস্ট অব অনার ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর।

এ কে এম ইমরানুল হক যিনি মিডিয়াতে ইমরান হক নামে পরিচিত। বর্তমানে গ্লোবাল টেলিভিশনের হেড অব ডিজিটাল হিসেবে কর্মরত আছেন, এর পূর্বে তিনি দৈনিক ইত্তেফাক এর মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে প্রায় ৩ বছর কর্মরত ছিলেন। তারও পূর্বে চ্যানেল আই ডিজিটাল ডিপার্টমেন্টে তিনি দীর্ঘ ৫ বছর কর্মরত ছিলেন।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় জন্ম নেয়া ইমরান নর্থ সাউথ বিশ্ববদ্যালয় থেকে এমবিএ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ ডিগ্রী লাভ করেন। এরপরই তিনি ডিজিটাল মিডিয়ায় সম্পৃক্ত হন। প্রফেশনাল জীবন ছাড়াও ইমরান হক দেশের একজন পরিচত কন্টেন্ট ক্রিয়েটর। নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও সিলভার বাটন পেয়েছেন তিনি।