ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরার আহবায়ক প্রণব সরকার

সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরার আহবায়ক প্রণব সরকার

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: ত্রিপুরায় প্রথমবারের মতো গঠিত হলো আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা চ্যাপ্টার। এই অধ্যায়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। 

ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা আজ নেপাল থেকে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা চ্যাপ্টার গঠনের ঘোষণা দেন। 

এর মাধ্যমে ত্রিপুরায় আন্তর্জাতিক সাংবাদিকদের একটি মঞ্চ গঠনের নতুন অধ্যায় সূচিত হলো। সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিপুরা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক প্রণব সরকারকে। 
উল্লেখযোগ্যভাবে, শ্রী প্রণব সরকার বর্তমানে জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি দেশের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদেও মনোনীত হয়েছেন।