ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

গ্লোবাল মিউজিকের এবারের আয়োজনে থাকছে বিশেষ ধামাকা

গ্লোবাল মিউজিকের এবারের আয়োজনে থাকছে বিশেষ ধামাকা

গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোনলাইভ অনুষ্ঠান ‘গ্লোবাল মিউজিক’-এর সপ্তাহের আয়োজনে থাকছে দর্শক প্রিয় প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী ও তরুণ উদীয়মান সঙ্গীতশিল্পীদের নিয়ে ধামাকা আয়োজন। 

আগামী (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবারে থাকছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়েশা জেবিন দীপা। একটি রিয়েলিটি শো’র মাধ্যমে শুরু হয়েছিল তার মিডিয়ার পথ চলা। বিভিন্ন টেলিভিশনে গান পরিবেশন করে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর গাওয়া অনেক গান কোটি দর্শকের মন ছুঁয়েছে। পাশাপাশি চলচ্চিত্রে করেছেন প্লেব্যাক। 

এর আগেও গ্লোবাল টেলিভিশনে বেশ কয়েকবার লাইভে অংশগ্রহণ করেছেন তিনি। প্রতিটি লাইভে তার গায়কী, পারফরমেন্স, দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। এর প্রমাণ মেলে তার বেশ কয়েকটি গান গ্লোবাল টেলিভিশনের ডিজিটাল প্লাট ফর্মে কয়েক মিলিয়ন ভিউ অর্জন করে রেকর্ড সৃষ্টি করার মধ্য দিয়ে। তার গাওয়া “অকারণে তুলশীর মূলে” গানটি এরই মধ্যে ৭.৫ মিলিয়নের বেশী ভিউজ অর্জন করে গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে শীর্ষ তালিকায় রয়েছে।

এদিন দীপার সাথে জুটি বেঁধে সঙ্গীত পরিবেশন করবেন, জনপ্রিয় রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জের ছেলে শফিউল বাদশা। তিনি টেলিভিশনে প্রথম লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন গ্লোবাল টেলিভিশনের হাত ধরেই। বর্তমানে প্রায় সব টেলিভিশনের মিউজিক্যাল অনুষ্ঠানেই তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। ইতিমধ্যে গ্লোবাল মিউজিক অনুষ্ঠানে বেশ কয়েকবার অংশগ্রহণ করে ডিজিটাল প্লাটফর্মে শক্ত অবস্থান তৈরী করেছেন শফিউল বাদশা। 

আগামী (১২ সেপ্টেম্বর) শুক্রবার সঙ্গীত পরিবেশন করবেন প্রতিভাবান সঙ্গীতশিল্পী শফিকুল ইসলাম।  ২০১৬ সালের ম্যাজিক বাউলিয়ানা এবং ২০১৯ সালের গানের রাজা নামের একটি রিয়ালিটি শোতে ১ম রানার্সআপ হওয়ার মধ্য দিয়ে দেশব্যাপি জনপ্রিয় হয়ে ওঠেন সেই সময়ের জনপ্রিয় এই শিল্পী। গ্লোবাল টিভির ঈদ আয়োজনসহ বেশ কয়েকটি মিউজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। বর্তমানে গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলের সবগুলো লাইভ অনুষ্ঠানের মধ্যে দর্শকপ্রিয়তার তালিকায় প্রথম চারে অবস্থান করছে তার লাইভগুলো। শফিকুলের সাথে এই দিন থাকবেন প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী লাবনী আক্তার। গ্লোবাল মিউজিকে বেশ কয়েকবার অংশগ্রহণ করা এই শিল্পীরও রয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। 

১৩ সেপ্টেম্বর শনিবার সঙ্গীত পরিবেশন করবেন বাঁধন মোদক ও শাহনাজ সাথী। বাঁধন মোদক ইতিমধ্যে বেশ কয়েকবার গ্লোবাল মিউজিক-এ অংশগ্রহণ করে নিজেকে প্রমাণ করেছেন। ডিজিটাল প্লাটফর্মের পাশাপাশি টেলিভিশন রেটিং পয়েন্টেও (টিআরপি) দর্শক প্রিয়তায় শীর্ষে রয়েছেন। 

বরাবরের মতো  গ্লোবাল প্লাটফর্ম এবারও তরুণ উদীয়মান শিল্পীদের সুযোগ করে দিতে আমন্ত্রণ জানিয়েছে শাহনাজ সাথীকে। আমাদের প্রত্যাশা এই প্লাটফর্মের মাধ্যমে সাথী নিজেকে প্রমাণ করতে পারবেন। 

এই অনুষ্ঠানটি প্রযোজনা করেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো: ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসেবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সাথে আছে দক্ষ ও অভিজ্ঞ একটি কারিগরি টিম।