সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও বি-টাউনে খবরটি অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার সে খবর জানান নায়িকা।
৪২ বছর বয়সে প্রথমবার মা হতে চলেছেন ক্যাটরিনা। যদিও বিয়ে করেছেন বছর চারেক। সম্প্রতি তাকে মুম্বাইয়ের আলিবাদে দেখা গেছে, যেখানে স্বামী ভিকি সতর্কভাবে তাকে হাত ধরে হাঁটতে সাহায্য করছিলেন।
তবে বলিউডে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকজন তারকা চল্লিশ বছর বয়সের পর মা হওয়ার অভিজ্ঞতা লাভ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বিপাশা বসু, যিনি ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর ৪৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন।
এছাড়াও, অভিনেত্রী শিল্পা শেঠি ৪৫ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হন। তিনি সারোগেসির মাধ্যমে তার মেয়ে সামিশাকে পৃথিবীতে স্বাগত জানান। শিল্পা তার প্রথম সন্তান ভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৭ বছর বয়সে।
একইভাবে, বিখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানও ৪৩ বছর বয়সে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে তিন সন্তানের মা হন। এছাড়া অভিনেত্রী অমৃতা রাও, দিয়া মির্জাও ৪০ পেরিয়ে সন্তানের মা হয়েছেন।