ছবি অলংকরণ : গ্লোবাল টিভি
গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোনলাইভ অনুষ্ঠান ‘গ্লোবাল মিউজিক’-এর এ সপ্তাহের আয়োজনে থাকছে দর্শকপ্রিয় দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী এবং প্রতিশ্রুতিশীল ও তরুণ উদীয়মান সংগীতশিল্পীদের মিলন মেলায় ধামাকা আয়োজন।
আগামী (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবারে থাকছেন সুফিবাদ ও বাউল তত্ত্বের জনপ্রিয় ও বরেণ্য সঙ্গীতশিল্পী শফি মন্ডল। দিনি ১৯৮৩ সাল থেকে পুরোপুরি বাউল গানে মনোনিবেশ করা শিল্পী বর্তমানে দেশের বরেণ্য একজন থেকে শিল্পী। বাউল সঙ্গীতে তিনি তার অবদান রেখে চলেছেন। শফি মন্ডলের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, মন মন্দিরে পূজা দেব-এর মতো মৌলিক গান ছাড়াও তার গাওয় অনেক সুফি গান এবং বাউল গান বেশ জনপ্রিয়। এর আগেও গ্লোবাল টেলিভিশনে বেশ কয়েকবার লাইভে অংশগ্রহণ করেছেন তিনি। প্রতিটি লাইভ-এ তার পারফরমেন্স, দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে।
এই দিন শফি মন্ডলের সাথে জুটি বেঁধে সঙ্গীত পরিবেশন করবেন, তারই শিষ্য ডলি মন্ডল। এছাড়াও ডলি মন্ডল শফি মন্ডলকে বাবা বলে সম্বোধন করেন। আর গ্লোবাল মিউজিক প্লাটফর্মে এবারই প্রথম তারা জুটি হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের অন্যতম প্রতিভা ডলি মন্ডল। ২০১৯ সালে ম্যাজিক বাউলিয়ানা এর মাধ্যমে দেশব্যাপি পরিচিত হয়ে ওঠেন তিনি। ২০২২ সালে এই রিয়্যালিটি শো’র সহকারি মেন্টর হিসাবেও কাজ করেছেন তিনি। মূলত তার কন্ঠে লালনের গানই বেশি জনপ্রিয় তবে এ পর্যন্ত তার অনেকগুলো মৌলিক গানও প্রকাশ পেয়েছে। গ্লোবাল মিউজিক প্লাটফর্মেও অনেকবার অংশগ্রহণ করেছেন এই শিল্পী। তার গাওয়া লালন গীতি এরই মধ্যে ডিজিটাল প্লাটফর্মে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।
আগামী (২৬ সেপ্টেম্বর) শুক্রবার সঙ্গীত পরিবেশন করবেন এক সময়ের গ্রাম বাংলায় জনপ্রিয়তার শীর্ষে দাপিয়ে বেড়ানো শিল্পী আশরাফ উদাস। “লাইন হইয়া যায় আঁকাবাঁকা, ভালো না হাতের লেখা’, ‘গাছটা হইলো সবুজ বন্ধু ফুলটা হইলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল’, ‘আমার হীরামন পাখি’, ‘আবাল কালের সওদাগর’র মতো জনপ্রিয় গানগুলো এক সমসয় প্রত্যন্ত গ্রাম বাংলার পথে পথে বাজতো। দর্শক নন্দিত এই গানগুলোর শিল্পীই আশরাফ উদাস। এর আগেও তিনি গ্লোবালোর মঞ্চ মাতিয়েছেন এবং আগামী শুক্রবারে আবারো মাতাতে আসছেন। আর গ্লোবাল টেলিভিশন বরাবরের মতোই আশরাফ উদাসের সাথে জুটি বেধে গান করার সুযোগ করে দিচ্ছে তরুন উদিয়মান এবং গ্লোবাল মিউজিকে নতুন তালিকাভুক্ত শিল্পী নিগার সুলতানা পপিকে। প্রতিষ্ঠিত ও তরুন শিল্পীদ্বয়ের এই যুগল বন্দি দর্মকরা কিভাবে নেবেন এখন সেটাই দেখার অপেক্ষা।
আগামী (২৭ সেপ্টেম্বর) শনিবার আধুনিক গান নিয়ে থাকবেন প্রজন্মের আরো দুজন উদীয়মান জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বর্গ্য তৌহিদ এবং আদিবা কামাল। রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’–এ সেরা ছয়ে জায়গা করে নিয়েছিলেন স্বর্গ্য। মিডিয়ায় পথচলা শুরু হয় সেখান থেকেই। এর আগেও বেশ কয়েকবার গ্লোবাল মিউজিক এ অংশগ্রহণ করে দর্শক নন্দিত হয়েছেন এই শিল্পী। আর ছোট বেলা থেকেই গানের সাথে বেড়ে ওঠা সঙ্গীত শিল্পী এক সময় শিশু শিল্পী জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতার মাধ্যমে বিচরণ শুরু করেছেন টেলিভিশন মিডিয়ায়। গ্লোবাল টেলিভিশনে এর আগেও তার অংশগ্রহণ করা বেশ কয়েকটি লাইভ অনুষ্ঠান দর্শকদের কাছে সমাদৃত হয়েছে।
গ্লোবাল মিউজিক-এর এ সপ্তাহের আয়োজন বরাবেরর মতোই সঙ্গীতপ্রিয় দর্শকেদের হৃদয় ছুঁয়ে যাব বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো: ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসেবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সাথে আছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।