ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

গ্লোবাল মিউজিকের এ সপ্তাহে থাকছে বিশেষ ধামাকা

গ্লোবাল মিউজিকের এ সপ্তাহে থাকছে বিশেষ ধামাকা

গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোনলাইভ অনুষ্ঠান “গ্লোবাল মিউজিক”-এর এই সপ্তাহের আয়োজনে থাকছে দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী ও তরুণ উদীয়মান সঙ্গীতশিল্পীদের নিয়ে ধামাকা আয়োজন।

আগামী (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবারে থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহরিয়ার  রাফাত। গান গাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরেই সঙ্গীত পরিচালনাতেও নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী। বিশেষ করে সুফি গানের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছেন এই শিল্পী, প্লেব্যাক করেছেন চলচ্চিত্রের গানেও। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, প্রিয়ারে, বুকের ভেতর চিনচিন ব্যথা, মনতো সুফিয়ানা, সাইয়া ইত্যাদি।  এর আগেও গ্লোবাল টেলিভিশনে বেশ কয়েকবার লাইভে অংশগ্রহণ করেছেন তিনি। প্রতিটি লাইভ-এ তার গায়কি, পারফরমেন্স, দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। 

এই দিন রাফাতের সাথে জুটি বেঁধে সঙ্গীত পরিবেশন করবেন, বাংলার গায়েন ২০১৬-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার। পারিবারিকভাবেই তিনি পেয়েছেন গানের প্রতিভা। বাবা গান গাওয়ার পাশাপাশি গান লেখেন এবং  সুরও করেন, তার দাদাও গান করতেন। শারমিনের ভরাট ও মিষ্টি কণ্ঠ ইতোমধ্যে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী হয়েছিলেন তিনি। কিন্তু কোটি ভক্তের দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে মিডিয়ায় ফিরে এসেছেন শারমিন। নিয়মিত পারফরমেন্স করছেন মঞ্চ ও মিডিয়ায়। গ্লোবাল টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে বরাবরই শারমিনের গান সর্বোচ্চ ভিউ স্পর্শ করে।  আমাদের ডিজিটাল প্লাটফর্মে আশিকের সাথে একটি লাইভ অনুষ্ঠান লাইভ ভিউ-এর দিক দিয়ে রেকর্ড গড়েছেন তিনি।

১৯ সেপ্টেম্বর, শুক্রবার  সঙ্গীত পরিবেশন করবেন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাগর বাউল মাত্র ৬ বছর বয়সেই লালন শাহ্-এর গান গেয়ে লাখো মানুষের মন জয় করেছিলেন তিনি। ৫ বছর বয়সে লড়াই করেছেন দুরারোগ্য ক্যান্সারের সাথেও তবে সব শঙ্কা কাটিয়ে তিনি এখন সুস্থ। পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন সঙ্গীত নিয়ে। বিভিন্ন টেলিভিশনে তার পরিবেশিত গানগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। সাগর বাউল শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সঙ্গীত বিভাগে অনার্স পড়ছেন। গ্লোবাল মিউজিকে বেশ কয়েকবার অংশগ্রহণ করে দর্শকদের কাছে সমাদৃত হয়েছেন তিনি। গ্লোবাল মিউজিকে তার বেশ কয়েকটি গান কয়েক মিলিয়ন ভিউ নিয়ে দর্শকদের মন জয় করেছেন। এর মধ্যে “তুই যদি আমার হইতি রে” এবং “ প্রেমের মানুষ কাঁদাইয়া” গান দুটি যথাক্রমে ৪ ও ১ মিলিয়ন এবং “বন্ধুর প্রেমও জ্বালায়” গানটি ১৫ মিলিয়নের বেশি ভিউ নিয়ে সলো গান হিসাবে দর্শক শ্রোতাদের নজর কেড়েছে এবং গ্লোবাল টিভির ডিজিটাল প্লাটফর্মকে সমৃদ্ধ করেছে। 

এই দিন সাগরের সাথে জুনি বেঁধে গান করবেন লালন কন্যা খ্যাত শাহরিন সুলতানা মীম। ক্যাম্পাসে বাদ্যযন্ত্র ছাড়াই বন্ধুদের টেবিল থাপড়ানোর তালে খালি গলায় গেয়েছিলেন ‘এক চক্ষেতে হাছন কান্দে; আরেক চক্ষে লালন, গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন।’ এ গানটিই ভাইরাল হয়ে যায়। পরিচিতি পান লালনকন্যা হিসেবে। প্রতিশ্রুতিশীল এমন তরুণ কণ্ঠ যোদ্ধাদের মধ্যে লালনকন্যা শাহরিন সুলতানা মীম অন্যতম। মানুষের ভালোবাসায় মীম বড় স্বপ্ন দেখতে শুরু করেন। তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’তে মীমের মেধা মনন দিয়ে ফাইনালিস্টে স্থান দখল করেন। সেই থেকেই মিডিয়ায় পথচলা শুরু। তার সুরেলা কণ্ঠে প্রয়াত শিল্পী পাগল হাসান তার সবচেয়ে জনপ্রিয় গান “আসমানে যাইও না বন্ধু” শুনে প্রশংসা করতেন। এই গানটি গ্লোবাল প্লাটফর্মে গেয়েও হয়েছেন প্রশংসিত। গ্লোবাল মিউজিক-এ বেশ কয়েকবার অংশগ্রহণ করে ডিজিটাল প্লাটফর্মে সমাদৃত হয়েছেন। 

২০ সেপ্টেম্বর, শনিবার আধুনিক গান নিয়ে থাকবেন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। তিনি একযোগে কাজ করে যাচ্ছেন চলচ্চিত্র, অডিও, স্টেজসহ সংগীতের সকল মাধ্যমে। এরই মধ্যে স্বীয় কণ্ঠের যাদুতে তিনি জয় করে নিয়েছেন এ দেশের সংগীত অনুরাগীদের হৃদয়।  এর আগেও বেশ কয়েকবার গ্লোবাল মিউজিকে অংশগ্রহণ করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। তার সাথে জুটি হিসেবে থাকছেন তরুণ প্রজন্মের শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। বুস্টার এনার্জি বিস্কুট চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৫-এর চ্যাম্পিয়ন পুষ্পিতা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে তার প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। এবং দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। এর আগেও বেশ কয়েকবার গ্লোবাল মিউজিকে অংশগ্রহণ করে পেয়েছেন দর্শকদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা। এই শিল্পীরা ডিজিটাল প্লাটফর্মের পাশাপাশি টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) তেও দর্শক প্রিয়তায় শীর্ষে রয়েছেন। 

গ্লোবাল মিউজিক এর এ সপ্তাহের ধামাকা আয়োজন বরাবরের মতোই সঙ্গীতপ্রিয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাব বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো: ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসেবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সাথে আছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।