ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২ | ৭ শা‘বান ১৪৪৭

শিরোনাম

কুষ্টিয়া জেলা সমিতির সাথে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র মতবিনিময়

কুষ্টিয়া জেলা সমিতির সাথে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র মতবিনিময়

ছবিঃ গ্লোবাল টিভি

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ ‘কুষ্টিয়া জেলা সমিতি’র নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাহী কমিটির সদস্যরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সমিতির নিজস্ব ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি রেজোয়ানুল হকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহমুদ হাফিজ, শহিদুল ইসলাম, আতিক হেলাল, আবু বকর সিদ্দীক, জাহিদুল আলম জয়, রনজক রিজভী, মনিরুল ইসলাম মনি, তাজবির হোসেন প্রমুখ।
 
কুষ্টিয়া জেলা সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এম এ সালাম, মহাসচিব মো. জয়নাল আবেদীন, সাবেক মহাসচিব মো. আবদুর রউফ, রবিউল ইসলাম প্রমুখ। 

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র পক্ষ থেকে কুষ্টিয়া জেলা সমিতির বর্তমান নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে উভয় সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

পরে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক মনিরুল ইসলাম মনি মোহনা টিভিতে প্রচারিত তার একটি রিপোর্টের জন্য সম্প্রতি একটি পুরস্কার লাভ করায় তাকে অভিনন্দন জানানো হয়। 

এএইচ