ছবিঃ সংগৃহীত
ছোটদের চুলের সাজ তাকে সবার মাঝে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারে। নতুন জামা-কাপড় ও জুতার সাথে চুলের নতুন সাজও দিতে চায় তারা। অনেকেই হয়তো মনে করতে পারেন, ছোট ছেলে-মেয়েদের আবার কীসের হেয়ারস্টাইল! আসলে বাচ্চাদের হেয়ারস্টাইল বলতে সহজ ও সুন্দর হেয়ার কাটকে বোঝায় যা তাদের আরও সুন্দর করে তোলে।
ছোট ছেলেমেয়েদের বয়স ১২ বছর না হওয়া পর্যন্ত তার সঙ্গে মানায় এরকম হেয়ারস্টাইল দেয়া উচিত। এরপর বাচ্চা একটু বড় হলে নিজেরাই পছন্দের কোনো সাজ নিতে চাইতে পারে। সে ক্ষেত্রে বাবা-মায়ের উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। শুধু খেয়াল রাখতে হবে যেন তাদের নেয়া হেয়ারস্টাইলটি উগ্র না দেখায়।
যদি বাচ্চা ছেলেটি বা মেয়েটি খুব দুরন্ত হয় তাহলে ছোট চুল রাখাই ভালো। যেমন ছোট ছেলেদের জন্য হতে পারে ক্রু কাট, বাজ কাট, স্পাইক আর মেয়েদের জন্য ববকাট, ডায়না কাট ও পিক্সি। আর বাচ্চা মেয়েটি যদি শান্ত বা পড়ুয়া টাইপের হয় তাহলে ট্যাপার কাট দেয়া যেতে পারে। স্নাইট সুইপ কাট অথবা কানের দুই পাশে ও কপালের চুলগুলো অপেক্ষাকৃত বড় রেখে সামনের দিকে আঁচড়িয়ে রাখলে ভালো মানাতে পারে।
জেইউ