ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

নিউইয়র্কে এনআরবি তারকা অ্যাওয়ার্ড পেলেন পিয়াল হোসাইন

নিউইয়র্কে এনআরবি তারকা অ্যাওয়ার্ড পেলেন পিয়াল হোসাইন

নিউইয়র্কে এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসাইন। সেরা ফ্যাশন ডিজাইনার হিসেবে তিনি এ অ্যাওয়ার্ড অর্জন করেন। ফ্যাশন জগতে পিয়ালের দীর্ঘ ২০ বছরের পথচলা। এখনও সফলতার সাথে চলছে তার ফ্যাশন জগতের ক্যারিয়ার।

স্থানীয় সময় গত রোববার রাতে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসে নিজ পেশায় অবদান রাখার স্বীকৃতি স্বরুপ এ অ্যাওয়ার্ড ২০১৯ দেওয়া হয়। তারকাদের হাতে এই সম্মাননা তুলে দেন শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমসহ অন্যান্য অতিথিরা।

পুরস্কার প্রাপ্তি নিয়ে পিয়াল হোসাইন বলেন, ‘কাজের সর্বোচ্চ স্বীকৃতি হলো পুরস্কার। আর এই অর্জন করাটা যেকারোরই অনেক সম্মানের। তেমনি আমিও অনেক সম্মানিত বোধ করছি এবং ভীষণ খুশি হয়েছি। তাদেরকে ধন্যবাদ দিতে চাই, যারা আমার কাজের মূল্যায়ন করে আমাকে সেরা নির্বাচিত করছেন। আমিও সব সময় আমার সেরাটা দিয়ে কাজ করে যেতে চাই।’

এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পীরা। এছাড়াও ছিল নৃত্য পরিবেশন এবং পিয়াল হোসাইনের ডিজাইনের পোশাক পরে তারই কোরিওগ্রাফি’তে একটি ফ্যাশন শো হয়।

উল্লেখ্য, পিয়াল হোসাইন তার নিজস্ব প্রোডাকশন হাউজ পিএইচ এন্টারটেইনমেন্ট থেকে প্রথমবার ‘স্বপ্নবাজি’ শিরোনামে তারকাবহুল চলচ্চিত্র নির্মাণ করছেন।

এমএস