 
														ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী | ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না। নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম, ডিবি প্রধান মো. শফিকুল ইসলামসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন পদমর্যাদার প্রায় ৮৫০ পুলিশ সদস্য এই গ্র্যান্ড কল্যাণ সভায় অংশ নেন।
সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। দায়িত্ব পালনকালে আহত হলে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার ডিএমপি বহন করবে। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলেন তিনি।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে ডিএমপি কমিশনার বলেন, ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা ছিল তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন। এছাড়াও ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।