জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামপন্থি ৭টি দল। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রীক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টিসহ দলগলো আলাদা আলাদা প্রতিনিধির মাধ্যমে এসব স্মারকলিপি জমা দেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে দলগুলোর ঢাকা জেলার কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে স্মারকলিপি তুলে দেয়া। এদিকে, গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চেয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। আর দাবি আদায়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলি কাসেমী।
পাঁচ দফা দাবি হলো- আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের ওপর গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।