ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | ১৬ কার্তিক ১৪৩২ | ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

প্রেস সচিব

রায়েরবাজারে দাফন করা বেওয়ারিশ লাশ শনাক্তে বিদেশি এক্সপার্ট কাজ করবে

রায়েরবাজারে দাফন করা বেওয়ারিশ লাশ শনাক্তে বিদেশি এক্সপার্ট কাজ করবে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রায়েরবাজার কবরস্থানে বেশ কিছু জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। তাদের ডিএনএ পরীক্ষা নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছিল বেওয়ারিশ লাশ চিহ্নিত করার জন্য। ওইখানে আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করবো, এখানে বিদেশি এক্সপার্ট এসে কাজ করবেন। এ বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় বের করা একটা বড় ইস্যু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

প্রেস সচিব জানান, অন্যান্য আলোচনার মধ্যে বননীতি যেটা ১৯৮৪ সালে ছিল, সেটা পরিবর্তন করা হবে। সিদ্ধান্ত হয়েছে যে কোন বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগান যাবে না। এটার সঙ্গে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বা গাছের ওপরে বেশি ভার না পড়ে।