ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রীতির অনন্য নজির দেখা গেলো। সেখানে একটি মণ্ডপে ঠাঁই পেয়েছে মুসলিম শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা, আর তা দিয়ে পূজা করছে এইচআইভি আক্রান্ত শিশুরা। অসুস্থ শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা দেওয়ার লক্ষ্যে এই কাজটি করছে দক্ষিণ ২৪ পরগনার আপনজন আন্দনঘর দুর্গাপূজা কমিটি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সেই দুর্গাপূজা উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রশিল্পী সমীর আইচ। এবারের পূজায় উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত ইতালির দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রিকোডে ডেলকোস্টা। এই পূজায় এ নিয়ে দ্বিতীয়বার এলেন তিনি।
জানা যায়, এই পূজায় দুর্গা প্রতিমা তৈরি করেছেন এক মুসলিম শিল্পী, নাম আব্দুল্লাহ। তার হাতের তুলির টানে রূপ পেয়েছে দুর্গা প্রতিমা। আর সেটি দিয়েই চলছে সার্থক দুর্গাপূজা।
বহু বছর ধরে অনাথ এইচআইভি আক্রান্ত বাচ্চাদের নিয়ে কাজ করছে আপনজন আন্দনঘর। তারা লক্ষ্য করে, পূজা-পার্বণ এলেও এ ধরনের বাচ্চাদের সাধারণত ঘরেই থাকতে হয়। তাই তারা সিদ্ধান্ত নেয়, এইচআইভি আক্রান্ত বাচ্চাদের নিয়ে পূজা করবে এবং একজন মুসলিম শিল্পীর তুলির টানে প্রাণ পাবে দুর্গা প্রতিমা। যদিও এই পূজার কোনো থিম নেই। তাদের লক্ষ্য সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া।