ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

লিবিয়া থেকে ফিরলেন ১৬২ জন ‘নির্যাতিত’ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১৬২ জন ‘নির্যাতিত’ বাংলাদেশি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: লিবিয়ায় মাফিয়া চক্রের ফাঁদে পড়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তাদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় অবতরণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা ।

ভুক্তভোগীরা জানান, তারা কর্মসংস্থানের জন্য লিবিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে কাজ না মেলায় দালালরা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখায়। পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করা হয়। আটকে রেখে তাদের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় দালালরা। বাংলাদেশি দালালরা স্থানীয়দের সঙ্গে যোগসাজস করে নির্যাতন চালাতো।