ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

প্রেমের দাবিতে বিক্ষোভ!

প্রেমের দাবিতে বিক্ষোভ!

ছবিঃ সংগৃহীত

‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই’ এমন সব অদ্ভুত স্লোগান দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে এই বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সেখানে প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এর প্রতিকার চাই।’

এএইচ