ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

ঢাবিতে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ, ঘৃণা প্রদর্শন শিক্ষার্থীদের

 ঢাবিতে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ, ঘৃণা প্রদর্শন শিক্ষার্থীদের

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল সাধারণ শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এ জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি ‘পাকিস্তানের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা।

সেখানে উপস্থিত আহসান উল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে গোলাম আযম ও নিজামীরা। তাদের উত্তরসূরিরা আজও মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে অপপ্রচার চালাচ্ছে। আমরা দেখেছি, এ বছর ছাত্রশিবির গোলাম আযমকে ‘এদেশের সূর্যসন্তান’ আখ্যা দিয়ে কর্মসূচি করেছে। আমরা সেটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। রাজাকারদের প্রতি ঘৃণা ও প্রতিবাদের অংশ হিসেবে বিজয় দিবসে আমরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছি।