ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা এখন বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা

গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা এখন বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা এখন বাধ্যতামূলক। এআই লাইব্রেরিয়ানকে প্রতিস্থাপন করবে না, বরং যারা এআই ব্যবহার করতে পারবে না, তাদেরকেই প্রতিস্থাপন করা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রিমেইনিং লাইব্রেরিয়ানশিপ: ফরগিং দ্য ফিউচার উইথ এআই টেকনোলোজিস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আধুনিক গ্রন্থাগার ও তথ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা, সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রস্তুতি- এ চারটি প্রধান দিককে কেন্দ্র করেই এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্রের আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক শিক্ষা ও তথ্যসেবা খাতকে দ্রুত রূপান্তরিত করছে এবং লাইব্রেরিয়ানদের এই পরিবর্তনের নেতৃত্ব নেয়া অত্যাবশ্যক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়। এটি মানব জ্ঞান-বিকাশের পরবর্তী অধ্যায়। লাইব্রেরিয়ানরা যদি এই পরিবর্তনের অংশীদার না হন, তবে জ্ঞানের দ্বাররক্ষকের ভূমিকা হারানোর ঝুঁকি তৈরি হবে।