ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

হাদির ওপর হামলার ঘটনা

সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে পারে: রুমিন

সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে পারে: রুমিন

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থী এবং সর্বশেষ গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এসব ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত প্রয়োজন। ওসমান হাদির ওপর হামলাকারীর ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই এসব নৃশংস হামলাকারী, মাস্তান ও দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারে। পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী মাঠে রয়েছে এখন প্রয়োজন কেবল রাজনৈতিক সদিচ্ছা

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যেন আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, নির্বাচন ঘিরে আর যেন একটি গুলিও না চলে, সেই পরিবেশ নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব সরকারেরই। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সরকারকেই দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে হবে যেন লেভেল প্লেয়িং ফিল্ডে সব রাজনৈতিক দল ও মতের মানুষ নির্বাচনে অংশ নিতে পারে।

হুঁশিয়ারি উচ্চারণ করে রুমিন ফারহানা বলেন, সরকারের ভেতরে বা বাইরে কেউ যদি নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তবে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে। কারণ দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদ ও স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের দাঁতভাঙা জবাব দেবে।