আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৩ লাখ ১০ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। নির্দিষ্ট সময়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৩ নভেম্বর রাত ১২টার পরপর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন, যা চলবে একই সময় পর্যন্ত।
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে– দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। এসব দেশ থেকে মোট নিবন্ধন করেছেন (বিকাল ৪.০৭ মিনিট পর্যন্ত) ৩ লাখ ১০ হাজার ৫৮০ জন প্রবাসী। নিবন্ধনকারীদের পুরুষ ভোটার ২ লাখ ৮৭ হাজার ২৮৬ জন এবং ২৩ হাজার ২৯৪ জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে ৮৫ হাজার ৪০২ জন, কাতার২৫ হাজার ৬৬০ জন, যুক্তরাষ্ট্র ২০ হাজার ৭৮৭ জন, সংযুক্ত আরব আমিরাত ২০ হাজার ১৫৪ জন, মালয়েশিয়া ১৮ হাজার ৭১২ জন, সিঙ্গাপুরে ১৫ হাজার ৪০৮ জন, যুক্তরাজ্যে ১৩ হাজার ৬৮৭ জন, ওমান ১২ হাজার ৯৪৩ জন, ইতালি ১০ হাজার ৪ জন,কানাডায় ৯ হাজার ৯৭০ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬০৬ জন, কুয়েত ৮ হাজার ৩৭৯ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২৩২ জন, জাপানে ৭ হাজার ৭৬ জন, মালদ্বীপ ৫ হাজার ২১৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৯৬৩ জন, বাহরাইন ৪ হাজার ৪৬৭ জন, ফ্রান্স ৪ হাজার ৪১২ জন, পর্তুগাল ৪ হাজার ৯৩ জন, জার্মানি ৩ হাজার ১৫৯ জন, চীনে ১ হাজার ৮৮৯ জন, স্পেন ১ হাজার ৭৮৩ জন, পোল্যান্ড ১ হাজার ২৮৯ জন, ফিনল্যান্ড ১ হাজার ২০২ জন ভোটার রয়েছেন।
সৌদি আরবের প্রবাসীরা ৪ থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর, মধ্য প্রাচ্যের সৌদি আরব বাদে অন্যান্য দেশের প্রবাসীরা ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। এছাড়া বাংলাদেশে বসবাসরতরা (ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি ও অন্যান্য দেশে বসবাসরত ভোটাররা) ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোটার টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।