অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আগামীকাল সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটসহ, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গত কয়েকদিন নানা আলোচনার মধ্যে কাল উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সংসদের উচ্চ কিংবা নিম্নকক্ষে পিআর কিংবা গণভোট কবে তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। তবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কে এই ব্রিফিং করবেন সেটি এখনো জানায় নি প্রধান উপদেষ্টার দপ্তর।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এ সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত। স্বীকৃত সাংবাদিকদের আগামীকাল (সোমবার) বেলা ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।