ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

নির্বাচনের পর এবার বিশ্ব ইজতেমা হবে: ধর্ম উপদেষ্টা

নির্বাচনের পর এবার বিশ্ব ইজতেমা হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন | ছবি : সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আসন্ন ইজতেমা নিয়ে তাবলীগের মুরুব্বীদের সাথে আলোচনা করেছি। যেহেতু সামনে নির্বাচন, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। ইলেকশনের আমেজ শুরু হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের পর তাবলীগের এবারের বিশ্ব ইজতেমা হবে। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলীগের দুই পক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের ভিতরে হলে রমজান মাসে ইজতেমা হচ্ছে না। নির্বাচনের পরে কখন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরে বসে সিদ্ধান্ত নিতে হবে। তবে সিদ্ধান্ত হয়েছে যে, তাবলীগের বিশ্ব ইজতেমা ইলেকশনের আগে হচ্ছে না। ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে। উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। উভয় গ্রুপের সম্মতি অনুযায়ী তারিখ ঠিক করা হবে। তিনজন উপদেষ্টার উপস্থিতিতে তারা সম্মত হয়েছেন। একসাথে হওয়ার সুযোগ নাই, তাই আলাদা আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে কোন সময় ইজতেমা হবে এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচন আপাতত পিছানোর কোন লক্ষণ নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাবলীগের মুরুব্বীরা একমত হয়েছেন যে, ইলেকশনের আগে বিশ্ব ইজতেমা হওয়াটা যুক্তিযুক্ত হবে না। যদি নির্বাচনের পরে ইজতেমা অনুষ্ঠিত হয় তাহলে কোন গ্রুপ কখন আয়োজন করবে তা এখনো নির্ধারিত হয় নাই। নির্বাচনের পরে ওনারা বসে আবার আলোচনার মাধ্যমে তারিখ ঠিক করবেন।