ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

দোকান ভাড়া চাওয়ায় পি‌টি‌য়ে হত্যা

দোকান ভাড়া চাওয়ায় পি‌টি‌য়ে হত্যা

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজা‌রে ব‌কেয়া দোকান ভাড়া চাওয়ায় দোকান মা‌লিক‌কে পি‌টি‌য়ে হত্যা ক‌রেছে সন্ত্রাসীরা। বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মাহমুদপুর ইউনিয়‌নের সালমদী বাজা‌রে ঐ ঘটনা ঘ‌টে। নিহ‌তের নাম জাহাঙ্গীর হো‌সেন (৫৮)। সে ঐ এলাকার তা‌লেব আলীর ছে‌লে। 

নিহত জাহাঙ্গীর পেশায় একজন ক্ষুদ্র ব‌্যবসা‌য়ি। সালমদী বাজা‌রে তার এক‌টি ম‌ু‌দি দোকান র‌য়ে‌ছে। এছাড়া ঐ বাজা‌রে তার  ৩‌টি দোকান র‌য়ে‌ছে।

নিহ‌তের ছে‌লে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রি পরিচয়দানকারী মামুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকা‌নের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন, সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না।
বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ঐ সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মেম্বার জাহাঙ্গীর‌কে চড় দেন। খবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়েব ভেত‌রেই এলোপাতা‌ড়ি মারধর ক‌রে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌তে মৃত ঘোষণা ক‌রেন। 

ঘটনার পর থে‌কে বিএন‌পি নেতা তোতা মেম্বার ও তার অনুসা‌রিরা আত্ম‌গোপ‌নে চ‌লে যান।

আড়াইহাজার থানার ও‌সি না‌সির উদ্দিন ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, ঐ ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে পু‌লিশ অ‌ভিযান শুরু ক‌রে‌ছে। নিহ‌তের প‌রিবার থে‌কে মামলার প্রস্তু‌তি চল‌ছে।