ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

যশোর সদর উপজেলার ফতেপুরে দীর্ঘদিন চলছে অবৈধ বাণিজ্য।

বাজারের খোলা মাল প্যাকেটজাত করে বেশি দামে বিক্রি, নেই অনুমোদন।

### যশোর সদর উপজেলার ফতেপুরে অবৈধ বাণিজ্য: খোলা মাল প্যাকেটজাত করে অতিরিক্ত দামে বিক্রি

যশোর: যশোর সদর উপজেলার ফতেপুরে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ বাণিজ্য। স্থানীয় বাজারে কিছু ব্যবসায়ী খোলা মালকে প্যাকেটজাত করে বেশি দামে বিক্রি করছেন, যা সম্পূর্ণভাবে অনুমোদনহীন। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পণ্যগুলো গুণগত মানহীন এবং স্বাস্থ্যসম্মত নয়। বাজারে উপস্থিত ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এসব পণ্য ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে।

স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে নিলেও কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত অভিযান পরিচালনা করার দাবি উঠেছে। খাদ্য সুরক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, এলাকাবাসী অভিজ্ঞান করেছেন যে, স্থানীয় ব্যবসায়ীরা যেন তাদের পণ্য অনুমোদন নিয়ে বিক্রি করেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। ভোক্তাদের জন্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। 

ফতেপুরবাসী আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকরী পদক্ষেপে এই অবৈধ বাণিজ্য বন্ধ হবে।