ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

দুর্গত এলাকায় ঋণের কিস্তি স্থগিত রাখার দাবি

দুর্গত এলাকায় ঋণের কিস্তি স্থগিত রাখার দাবি

গ্লোবাল টিভি ছবি

সোহেল রানা বাবু, বাগেরহাট: ঘূর্ণিঝড় রেমালে ক্ষতবিক্ষত দুর্গত মোংলায় এনজিওর ঋনের কিস্তি আদায় বন্ধ ও সুদ মওকুফের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে। 

ঘূর্ণিঝড় রেমালে মৎস্য চাষি ও প্রান্তিক কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছে। কারণ তারা প্রায় সবাই ব্যাংক ও বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে ফসল ও মাছ চাষে লগ্নি করেন। আর সেই মাছ ও ফসল রেমালে ভাসিয়ে নিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে তারা।

এ অবস্থায় ঋণের কিস্তির টাকা ৬ মাসের জন্য স্থাগিত ও সুদ মওকুফের দাবিতে সোমবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম নির্বাহী কর্মকর্তার পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেণ। 

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হেসেন ও ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার ও কাউন্সিলর শরিফুল ইসলামসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।